আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ১০:০৩
ছবি: প্রতিবেদক।

ঢাকা, ২২ মার্চ ২০২৫: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচি থেকে বিচারের আগে দলটিকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও ওঠে।

বিক্ষোভের সূত্রপাত ও প্রতিক্রিয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের ফেসবুক স্ট্যাটাসের পর বৃহস্পতিবার রাত থেকেই আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়টি আলোচনায় আসে। এরই জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন, যা শুক্রবার দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, “আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। তাদের পুনর্বাসনের চেষ্টার কোনো মানে নেই।” তিনি দাবি করেন, ভারত নতুন একটি পরিকল্পনা নিয়ে এসেছে, যাতে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের একটি নতুন রূপ দাঁড় করানোর চেষ্টা চলছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় দাবি করা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিষয়ে আপত্তি তুলেছিলেন।

ঢাকায় বিক্ষোভ
জুমার নামাজের পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে।

বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়, যেখানে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ করা হয়।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

ঢাকার বাইরের বিক্ষোভ
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এনসিপি। সংগঠনটির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ বলেন, “প্রয়োজনে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না।”

চট্টগ্রামে সন্ধ্যায় গণপদযাত্রা কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজশাহী, কুমিল্লা, জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।

আগামী কর্মসূচি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও গণ-ইফতার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।


ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।