উজানটিয়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১৩, ২০২৫ | ০২:১০
ছবি: প্রতিবেদক।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

১১ অক্টোবর বিকালে পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উজানটিয়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ইমরুল হাসান ইমু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাফর আলম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরফাত, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাইয়েস, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক নুরুল আবচার, হাবিবুল করিম, শাহাদাত হোসেন আরিয়ান, উপজেলা সদস্য হাজী গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, পূর্ব জোন তাঁতীদলের আহবায়ক তাইফুর রহমান, সদস্য সচিব কনিচ, যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম আপেল, শীলখালী ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক জাহেদ হোসেন, রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক গোলাম রহমান এমইউপি, সদস্য সচিব জুনাইদুল ইসলাম, মগনামা ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক মোজাম্মেল হোছাইন, সদস্য সচিব ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক নেজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাহের। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান শুরুতে অতিথিদেরকে সাথে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নৃত্য ও কবিতা আবৃত্তি এবং ইংরেজি বক্তব্য, গান সহ বিভিন্ন ইভেন্ট নিয়ে সাজিয়েছে অনুষ্ঠান মালা।  

এসময় সময় বক্তারা বলেন, তাঁতীদল এটি নতুন সংগঠন নই। শহীদ জিয়াউর রহমান ১৯৮০ সালে তাঁত শিল্প শ্রমিকদের কে বিএনপির রাজনীতিতে শামিল করার জন্য এটি প্রতিষ্টা করেছিল। কিন্তু পেকুয়াতে কোন তাঁতশিল্প না থাকায় এ সংগঠনের কার্যক্রম ছিল না। কিন্তু কক্সবাজার জেলার কৃতি সন্তান সালাহ উদ্দিন আহমেদ পেকুয়া কে আগামীতে শিল্প নগরীতে রূপান্তর করার চিন্তা চেতনা থাকায় আগে থেকে তিনি সাবেক যুবনেতা জয়নাল ও ইমুকে দিয়ে এ সংগঠন পেকুয়ার মাটিতে প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব তুলে দিয়েছেন। তারা ইতিমধ্যে ৬ টি কমিটি ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ  ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন এবং স্ব স্ব ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে কমিটিগুলো সম্পন্ন করেছে। আজকের আয়োজন দেখে আমরা অভিভূত তাঁতীদল পেকুয়াতে নতুন সংগঠন হয়েও অল্পদিনে এত সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি সংগঠনে রূপ নিয়েছে। তারা আরো বলেন তাঁতীদল থেকে অন্য সংগঠন গুলোকে শিক্ষা নিতে হবে। তারা আগামীতে সালাহ উদ্দিন আহমেদ এর হাতকে শক্তিশালী করে প্রমাণ করবে পেকুয়ার মাটি সালাহ উদ্দিন আহমেদ ঘাঁটি। আগামী নির্বাচন হওয়া শুরু হয়েছে এখন থেকে তাঁতীদলের প্রতিটি নেতাকর্মী কে গ্রামে গ্রামে কি সালাহ উদ্দিন আহমেদ এর সালাম মা বোনদের পৌঁছে দিতে আহবান জানান। 

পরে উপজেলা তাঁতীদলের পক্ষ থেকে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত উজানটিয়ার এক ব্যক্তির স্ত্রীর চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার টাকা প্রদান করেন। 

অনুষ্ঠান শেষে উজানটিয়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্যদের সাথে পরিচয় ও পরিচয় পত্র তুলেন উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ। 

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।