কুতুবদিয়ায় এক ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি: পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু
বিভাগীয় প্রতিবেদক। | জুন ১৩, ২০২৫ | ১১:০৬
ছবি: প্রতিবেদক।
স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দুটি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। নিহত তিন শিশুর বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।
নিহতরা হলেন—বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের মেয়ে রাফা (২), একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব (২), এবং উত্তর বড়ঘোপ গ্রামের মো. দেলোয়ারের মেয়ে তুহিন (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে রাফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কিছু সময়ের ব্যবধানে তাসিব ও তুহিন একইভাবে পুকুরে পড়ে প্রাণ হারায়।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, “মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিনটি শিশুর মৃত্যু হয়েছে। পুকুরে ডুবে শিশুমৃত্যুর হার কুতুবদিয়ায় আশঙ্কাজনক হারে বেশি, যা খুবই উদ্বেগজনক।”
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “প্রায় প্রতিটি বাড়ির আশপাশেই পুকুর বা ডোবা রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শিশুদের পর্যাপ্ত তত্ত্বাবধানে রাখা হয় না। অভিভাবকদের সচেতনতা না বাড়লে এ ধরনের দুর্ঘটনা থামানো কঠিন।”
স্থানীয়রা জানিয়েছেন, এমন মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।