চকরিয়ায় শিক্ষানবিশ আইনজীবী ছিনতাইয়ের শিকার: অস্ত্রের মুখে খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়

বিভাগীয় প্রতিবেদক। | জুন ১৪, ২০২৫ | ১০:০৬
ছবি: প্রতিবেদক।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় এটিএম বুথ থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মোসলেহ উদ্দিন মিলন (৩৯) নামে এক শিক্ষানবিশ আইনজীবী। শুধু ছিনতাই নয়, ওই আইনজীবীকে অস্ত্রের মুখে তিন ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ এক চক্রের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে ঈদের দুই দিন পর গত সোমবার (১০ জুন) সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথায় অবস্থিত ‘সিস্টেম কমপ্লেক্স’ নামের একটি মার্কেটের নিচতলায়।

ভুক্তভোগী মোসলেহ উদ্দিন মিলন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী। তিনি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গলকাটা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

এজাহারে মোসলেহ উদ্দিন জানান, ঈদের পরদিন হাত খরচের টাকার প্রয়োজন হলে তিনি সিটি ব্যাংকের বুথ থেকে ১ হাজার টাকা উত্তোলন করেন। বুথ থেকে বেরিয়ে আসার সময় ৩-৪ জন অপরিচিত ব্যক্তি তাঁর গতিরোধ করে এবং ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক তাঁকে সিস্টেম কমপ্লেক্স মার্কেটের নিচতলার একটি নির্জনস্থানে নিয়ে যায়।

তিনি বলেন, “ওই স্থানেই তারা আমার পকেটে থাকা ১ হাজার ৩ শত টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর শুরু হয় বেদড়ক মারধর। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ফোন করে আরও টাকা আনতে বাধ্য করার চেষ্টা করে। আমি রাজি না হওয়ায় তারা কৌশলে আমার কাছ থেকে জোর করে তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।”

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে মোসলেহ উদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার (১১ জুন) চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করেন ভুক্তভোগী। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে এসআই আবদুল হান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে চকরিয়ার ব্যস্ততম স্থানে এমন ছিনতাই ও নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।