চকরিয়ায় সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে, আদালত এলাকায় উত্তেজনা

বিভাগীয় প্রতিবেদক। | জুন ১৯, ২০২৫ | ১২:০৬
ছবি: প্রতিবেদক।

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে ৭টি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল কবির এই আদেশ দেন। রিমান্ড আবেদনের প্রেক্ষিতে চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার দুটি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতের এপিপি এডভোকেট মো. গোলাম সরওয়ার জানান, এই ৭টি মামলার মধ্যে রয়েছে চকরিয়া থানার চারটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং পেকুয়া থানার দুটি হত্যা মামলা। মামলাগুলোর অধিকতর তদন্তের প্রয়োজন উল্লেখ করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টার পর জাফর আলমকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়া থানার মামলাগুলোর রিমান্ড শেষে তাকে পেকুয়া থানার মামলার রিমান্ডের জন্য সেখানে পাঠানো হবে।

অন্যদিকে, সাবেক এমপি জাফর আলমকে আদালতে হাজির করার খবরে সকাল থেকেই চকরিয়া থানা সড়কের মাথা এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়জী। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

অপরদিকে আওয়ামী লীগের একাংশ এই রিমান্ডকে ‘মিথ্যা মামলায় হয়রানি’ উল্লেখ করে প্রতিবাদ জানান। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের মগবাজার এলাকায় দলীয় নেতা জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে আদালতের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে আদালত এলাকায় ছিল সর্বোচ্চ সতর্কতা। ফলে রিমান্ড শুনানি ও আদালত প্রাঙ্গণ শান্তিপূর্ণ ছিল।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।