ড. ইউনূসকে মেনে নিতে বুকে পাথরচাপা দিতে হয়েছে: সেনাপ্রধান ওয়াকার উজ জামান
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২১, ২০২৫ | ০৫:০৩
ছবি: প্রতিবেদক।
অনলাইন ডেস্ক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
হাসনাত আব্দুল্লাহর পোস্ট ঘিরে আলোচনা
বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়। এরই মধ্যে শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে সেনাপ্রধানকে নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
“কেন ড. ইউনূস?”
ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, “সেনাপ্রধানের মূল আপত্তি ছিল, কেন প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে বেছে নেওয়া হলো? তার জায়গায় অন্য কেউ হতে পারতেন। ইউনূসের বিরুদ্ধে মামলা আছে, তিনি দোষী সাব্যস্ত (কনভিক্টেড)। তাহলে একজন কনভিক্টেড ব্যক্তি কীভাবে দেশের প্রধান উপদেষ্টা হন?”
তিনি আরও বলেন, “সেনাপ্রধানের যুক্তি ছিল, আওয়ামী লীগ ড. ইউনূসকে একেবারেই মেনে নিতে পারছে না, অথচ দেশের ৩০-৪০ শতাংশ জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে এত বড় একটি জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার যৌক্তিকতা কোথায়?”
“বাধ্য হয়েই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন সেনাপ্রধান”
আসিফ মাহমুদ আরও বলেন, “শেষ পর্যন্ত সেনাপ্রধান বলেছিলেন, ‘বুকে পাথরচাপা দিয়ে আমি এ সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ “
এই মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।