নতুন সিনেমায় গান গেয়ে ফিরলেন মিলা, সিন্ডিকেট প্রসঙ্গে দিলেন স্পষ্ট বক্তব্য
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ১০:০৩
ছবি: প্রতিবেদক।
দীর্ঘ বিরতির পর সংগীতাঙ্গনে আবারও সরব হচ্ছেন জনপ্রিয় গায়িকা মিলা। সম্প্রতি তিনি সঞ্জয় সমাদ্দার পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ইনসাফ’-এ একটি গান গেয়েছেন। সিনেমাটির সংগীত পরিচালক শওকত আলী ইমন।
দেড় যুগ আগে সংগীত জগতে দাপুটে বিচরণ ছিল মিলার। অডিও অ্যালবাম, স্টেজ শো থেকে শুরু করে সবখানেই ছিল তাঁর ব্যাপক ব্যস্ততা। তবে নানা জটিলতার কারণে গত কয়েক বছরে গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। এখন আবার নতুন উদ্যমে ফিরে আসার কথা জানালেন এই গায়িকা।
আবারও গানে ব্যস্ত হতে চান মিলা
মিলা জানান, আগামী ঈদুল আজহায় তাঁর একাধিক নতুন গান প্রকাশিত হবে। ঈদুল ফিতরের পর থেকে স্টেজ শোতেও ব্যস্ত হয়ে উঠবেন তিনি। নতুন করে কাজ শুরু করার বিষয়ে তিনি বেশ আশাবাদী।
সিন্ডিকেট প্রসঙ্গে মিলার স্পষ্ট বক্তব্য
কিছু শিল্পীর অভিযোগ, সিন্ডিকেটের কারণে তারা কাজের সুযোগ পাচ্ছেন না। তবে এ বিষয়ে একেবারেই ভিন্ন মত পোষণ করেন মিলা। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি, সিন্ডিকেট বলে কিছু নেই। প্রতিভা থাকলে তাকে ডাকবেই, নিতেই হবে।”
তিনি আরও বলেন, “অনেকে মনে করেন, তাঁদের সব জায়গায় থাকতে হবে, সব গান তাঁদের গাইতে হবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। এই অঙ্গনে প্রতিযোগিতা থাকবে, পারস্পরিক মতবিরোধ থাকবেই। তবে প্রতিভাবানদের জন্য সবসময়ই সুযোগ থাকে।”
“সুখে থাকলে ভূতে কিলায়”
সিন্ডিকেট নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে মিলা বলেন, “আমরা একটা পরিবারের মতো। পরিবারেও সদস্যদের মধ্যে মতের অমিল হয়, শিল্পী মহলেও তা হতে পারে। তবে ঈর্ষা করে কেউ কারও ভাগ্য বদলাতে পারে না। সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু যার কপালে সাফল্য লেখা আছে, সে সেটাই পাবে।”
তিনি আরও বলেন, “আমি শিখেছি, কীভাবে ধৈর্য ধরতে হয়, কীভাবে কারও কাছে অভিযোগ না করে থাকা যায়। সুখে থাকার জন্য জীবনে যা পেয়েছি, তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আমার জন্য যা নির্ধারিত, তা শত বাধার পরও আমার কাছেই আসবে।”
“স্টার হওয়া কপালের ব্যাপার”
কারও সুযোগ না পাওয়ার প্রসঙ্গে মিলা বলেন, “চারদিকে এত ইনফ্লুয়েন্সার, যারা গান গাইতে পারেন না, তারাও গান গাইছেন। কিন্তু প্রতিভাবানরা সবসময়ই স্বীকৃতি পাবেন। সিন্ডিকেট বলে কিছু নেই, ট্যালেন্ট থাকলে সবাই নিতে বাধ্য।”
সেলিব্রিটি ও স্টারের পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, “সেলিব্রিটি হতে পারে হাজারো মানুষ, কিন্তু স্টার হন তারাই, যাঁদের কপালে স্টার লেখা থাকে। এটা একমাত্র আল্লাহর তরফ থেকে আসে। যার ভাগ্যে আছে, সেই স্টার হবে।”
সংগীত জগতে নতুন করে শুরুর বার্তা
মিলা তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানান, এবার তিনি আবারও সংগীতে নিয়মিত হচ্ছেন। নতুন গান, স্টেজ শো নিয়ে ফিরতে প্রস্তুত এই গায়িকা। দীর্ঘ বিরতির পর তাঁর নতুন পথচলায় শ্রোতাদের জন্য থাকছে একের পর এক চমক।