পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন দুই সন্তানের জননীসাবেক স্বামীর বিরুদ্ধে প্রতারণা মামলা!
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৮, ২০২৫ | ০১:১০
ছবি: প্রতিবেদক।
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন দুই সন্তানের জননী তৈয়বা খানম। এর আগে সাবেক স্বামীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়। এতে ভুক্তভোগী সাবেক স্বামী মো. শাহাব উদ্দিন দিশেহারা হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি স্ত্রীর বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে শাহাব উদ্দিন জানান, ২০১০ সালে তাঁর সঙ্গে রাজাখালীর মাতবরপাড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে তৈয়বা খানমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। তিনি পেশায় শিক্ষক, পূর্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। চাকুরির সুবাদে ঢাকায় থাকার সময় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন।
চলতি বছরের কয়েক মাস আগে তৈয়বা খানম স্বেচ্ছায় তালাক (ডিভোর্স) দেন। রাজাখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত গত ৩০ জুলাই তা কার্যকর করে। তবে বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয় বলে দাবী শাহাব উদ্দিনের। পরে তৈয়বা খানম তাঁর পরকীয়া প্রেমিক প্রবাসী শাহ আলমকে বিয়ে করেন। তাঁরা পেকুয়া সদরে ভাড়া বাসায় বসবাস করছেন। প্রবাসী শাহ আলমের বাড়ি টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায়।
এদিকে তৈয়বা খানম তাঁর সাবেক স্বামী শাহাব উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলা দায়ের করেছেন যার নং (সিআর- ২২৩৬/২৪)। মামলায় তিনি অভিযোগ করেন, শাহাব উদ্দিন কৌশলে তাঁর স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামাল হাতিয়ে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে শাহাব উদ্দিন বলেন, আমার সব উপার্জন স্ত্রীকে দিতাম। পেকুয়া সদরে ছয় শতক জমি কিনলেও স্ত্রী সেটি নিজের নামে রেজিস্ট্রি করার জন্য চাপ দিত। এখন বুঝতে পারছি, সবকিছুই পরিকল্পিত ছিল। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এখন মানসিকভাবে বিপর্যস্ত। আমার দুই সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায় বিচার দাবী করে করেন।