পেকুয়ায় ইঁদুরের ওষুধ খেয়ে কিশোরের মৃত্যু

বিভাগীয় প্রতিবেদক। | জুন ১২, ২০২৫ | ০৯:০৬
ছবি: প্রতিবেদক।

পেকুয়া (কক্সবাজার):
কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মো. সোহেল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) রাত ৯টার দিকে দক্ষিণ বটতলিয়া পাড়ায় নিজ বাড়িতে ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েন তিনি। প্রথমে পেকুয়া নুর হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল দিনমজুর হিসেবে কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কী কারণে তিনি ট্যাবলেট খেয়েছেন তা জানা যায়নি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, গ্যাস ট্যাবলেট অত্যন্ত বিষাক্ত ও প্রাণঘাতী। এ ধরনের রাসায়নিক ব্যবহার ও সংরক্ষণে জনসচেতনতা জরুরি।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।