পেকুয়ায় ইয়াবাসহ সানাউল্লাহ বাহাদুর আটক: এলাকাবাসীর ক্ষোভ, কঠোর শাস্তির দাবি
বিভাগীয় প্রতিবেদক। | জুন ১৩, ২০২৫ | ১১:০৬
ছবি: প্রতিবেদক।
স্টাফ রিপোর্টার, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ সানাউল্লাহ বাহাদুর (৫০) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী তাকে আটক করে।
আটক সানাউল্লাহ বাহাদুর উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত নজির আহমদের ছেলে। অভিযানের পর তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। পরদিন শুক্রবার (১৩ জুন) সকালে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “রাতে যৌথবাহিনী অভিযানে সানাউল্লাহকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করে। আমরা নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সানাউল্লাহ বাহাদুর দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি। তার বিরুদ্ধে এলাকায় বিরাজ করছে তীব্র জনঅসন্তোষ।
একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সানাউল্লাহর মতো মাদক কারবারিরা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বারবার আটক হলেও কঠোর শাস্তির অভাবে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানিয়ে সচেতন নাগরিকরা বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার।”