পেকুয়ায় এইচএসসিতে পাশের হার ৮৪, ৬২ ও ৫০!

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১৬, ২০২৫ | ১০:১০
ছবি: প্রতিবেদক।

পেকুয়া নিউজ ডেস্ক :

শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে পাশের হার কিছুটা সন্তোষজনক হলেও শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং  রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল এন্ড কলেজে ফলাফল বিপর্যয় হয়েছে। 

সদ্য ঘোষিত বাংলাদেশ শিক্ষাবোর্ডে পাশের হার গড়ে ৫৮.৮৩ হলেও চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ আর কারিগরিতে সারাদেশে পাশের হার ৬২.৬৭ শতাংশ। সেখানে পেকুয়া উপজেলায় তিনটি কলেজ শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্টে শতকরা ৮৪.৯৫% শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে ৬২.০২% ও রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল এন্ড কলেজে ৫০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।

তিন কলেজ থেকে তথ্য নিয়ে জানা গেছে, পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ৯৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৯জন, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে ৫৮০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬জন ও রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল এন্ড কলেজে ৮৫জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪১জন।

পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের এক শিক্ষার্থীর পিতা মোঃ জোবায়ের জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল বিপর্যয় হলেও জিয়াউর রহমান কলেজের ফলাফল সন্তোষজনক না হলেও কিছুটা ভাল হয়েছে। সামনের দিনে অবশ্যই কলেজ পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক করে ফলাফল যাতে আরো বেশি ভাল হয় সেদিকে নজর দিতে হবে। 

রাজাখালীর বাসিন্দা মোঃ ইব্রাহিম জানান, রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুলকে কলেজে রুপান্তর করলেও শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।  ফলাফল দিক দিয়ে এত খারাপ অবস্থার জন্য পরিচালনা কমিটি এবং শিক্ষকেরা কিছুতেই দায় এড়াতে পারেনা। করণীয় নির্ধারণে অবশ্যই সিদ্ধান্ত নেয়া দরকার।

পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর সাবেক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, সারাদেশে কারিগরি শিক্ষাবোর্ডে ফলাফল বিপর্যয়ের মাঝেও শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্টের ফলাফল সন্তোষজনক। শিক্ষকেরা সব সময় চেষ্টা করে ভাল ফলাফল ধরে রাখার জন্য।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।