পেকুয়ায় জুয়ার টাকা নিয়ে সংঘর্ষ, যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত – দুইজন আটক
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ০৩:০৩
ছবি: প্রতিবেদক।
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় জুয়া সংক্রান্ত লেনদেনের বিরোধের জেরে এক যুবককে ঘরে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুই হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী বটতলীয়া পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত যুবক তৌহিদুল ইসলাম (২৫) স্থানীয় বাসিন্দা আবুল কাসেমের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুয়ার লেনদেনকে কেন্দ্র করে রক্তাক্ত হামলা
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তৌহিদুল ইসলাম জুয়া খেলার জন্য রুহুল আমিনের কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় শুক্রবার সকালে রুহুল আমিন, তার ভাই শহিদুল ইসলামসহ আরও কয়েকজন মিলে তৌহিদের বাড়িতে চড়াও হয়।
পরিবারের সদস্যদের সামনে হামলাকারীরা তৌহিদের ওপর হামলে পড়ে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পুলিশি অভিযান ও তদন্ত
স্থানীয়রা হামলার পরপরই রুহুল আমিন ও শহিদুল ইসলামকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হামলায় জড়িত দুজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।”
এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।