পেকুয়ায় জুয়ার টাকা নিয়ে বিরোধ, যুবককে ঘরে ঢুকে ছুরিকাঘাত
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ১২:০৩
ছবি: প্রতিবেদক।
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় জুয়া সংক্রান্ত লেনদেনের বিরোধের জেরে এক যুবককে ঘরে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী দুই সহোদরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী বটতলীয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত যুবক তৌহিদুল ইসলাম (২৫), স্থানীয় আবুল কাসেমের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুয়ার টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ
স্থানীয়দের ভাষ্যমতে, জুয়া খেলার জন্য কিছুদিন আগে রুহুল আমিনের কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়েছিলেন তৌহিদ। টাকা পরিশোধে দেরি হওয়ায় শুক্রবার সকালে রুহুল আমিন, তার ভাই শহিদুল ইসলাম এবং আরও কয়েকজন মিলে তৌহিদের বাড়িতে হামলা চালায়।
তৌহিদ যখন পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন, তখন হামলাকারীরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তৌহিদের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়, এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আটক ও পুলিশের বক্তব্য
স্থানীয়রা হামলার পরপরই ধাওয়া দিয়ে রুহুল আমিন ও শহিদুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুজন আটক রয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।