পেকুয়ায় তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১৬, ২০২৫ | ১০:১০
ছবি: প্রতিবেদক।
পেকুয়া নিউজ ডেস্ক
সারা দেশের ন্যায় কক্সবাজারের পেকুয়ায়ও তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জোটের আহবায়ক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত।
এতে বক্তব্য রাখেন, ফাশিয়াখালীর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক জাকির হোছাইন হাওলাদার, বিএমআই কলেজের অধ্যপক জামাল সাকিব প্রমূখ।
এসময় বক্তারা এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের মুল বেতনের ২০℅ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫℅ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি তুলেন। সম্প্রতি ঢাকায় জাতি গড়ার কারিগর শিক্ষকদের শান্তি পূর্ণ অবস্থানের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার তীব্র প্রতিবাদও জানান তারা। এছাড়া শিক্ষক সমাজের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, রাজাখালী বি ইউ আই কামিল মাদ্রাসার অধ্যপক শহিদুল ইসলাম, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সামশুদ্দোহা, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, টইটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুসা কাজেম, পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ওসমান গনি, মেহেরনামা আলমাছিয়া মাদ্রাসা সুপার মোহাম্মদ মাসুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সহকারী শিক্ষকগণ।