পেকুয়ায় পাহারাদারকে ছুরিকাহত করে মৎস্য প্রজেক্টের মাছ চুরি
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২৭, ২০২৫ | ১১:১০
ছবি: প্রতিবেদক।
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় পাহারাদারকে ছুরিকাহত করে মৎস্য প্রজেক্টের মাছ চুরির ঘটনা ঘটে। এসময় মোহাম্মদ রফিক(২৭) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়।
২৭ অক্টোবর রাত সাড়ে ৯ টায় উপজেলার মগনামা ইউনিয়নের মগনামা বাজারপাড়া জাফর মাষ্টারের বাড়ীর পশ্চিমে কাইচার কসাইর বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। আহত রফিক মগনামা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাইন্যাঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয়রা ও আহত রফিক জানান, জাফর মাষ্টারের মালিকানাধীন মৎস্য প্রজেক্ট স্থানীয় জনৈক নুরুল ইসলামের একটি বর্গা নেয়। সেই প্রজেক্টে পাহারাদার হিসেবে নিযুক্ত করে রফিক নামের এ ব্যক্তিকে। ঘটনার দিন রাতে ওই এলাকার কসাই কাইচারের পুত্র আতিক মাছ চুরি করতে যায়। এসময় মৎস্য প্রজেক্টের পাহারাদার রফিক তাকে বাঁধা দেয়। সে এতে ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে রফিকের উপর হামলা করে। এক পর্যায়ে আতিকের নেতৃত্বে মৃত মোহাম্মদ কালুর পুত্র কাইসার, নাছির, ছাদেক, কাইচারের পুত্র সাহাবউদ্দিন, ছরওয়ার, মোসাদ্দেক, নাছিরের পুত্র রাকিব, সোহেল, ছাদেকের পুত্র রুবেল, সাকিবসহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী পুনরায় হামলা করে এবং পেটে চুরিকাহত করে মৎস্য প্রজেক্টে পেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে কাইচারের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।