পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ১১:০৩
ছবি: প্রতিবেদক।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ রুবেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার কইডার পাড়ায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ রুবেল পশ্চিম সোনাইছড়ির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নুরুল আলমের ছেলে।

সাপের কামড় ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য কাইছার মোহাম্মদ ইলিয়াছ জানান, রাত ১টার দিকে রুবেল ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যান। এ সময় দরজার সিঁড়ির ভেতরের গর্ত থেকে বের হওয়া একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়।

পরিবারের লোকজন দ্রুত তাকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ মার্চ) ভোর ৫টায় তিনি মারা যান।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।