পেকুয়া উপজেলা ছাত্রদলের বিবৃতি-চোরের কোনো দলীয় পরিচয় নেই

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৬, ২০২৫ | ০৮:১০
ছবি: প্রতিবেদক।

 নিজস্ব প্রতিবেদক :

পেুকয়ায় চুরি করতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা আটক দাবী করে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি দলীয় নয়, ব্যক্তিগত দায় বলে অভিহিত করে বিবৃতি দিয়েছেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়। বিবৃতিতে এ ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি।

নিজের ফেসবুকে দেয়া বিবৃতিতে লিখেছেন, “যে চোর, সে চোর।চোরের কোনো দলীয় পরিচয় নেই। ব্যক্তির দায় কখনো দল নেবে না”। পাশাপাশি তিনি মগনামা ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি দেয়া হয়নি বলেও জানান বিবৃতিতে।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।