পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতির এডহক কমিটি গঠন
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২৭, ২০২৫ | ০২:১০
ছবি: প্রতিবেদক।
বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ পেকুয়া বাজার দোকান মালিক সমিতির ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফৈয়জুল হককে সভাপতি, সমিতির সদস্য মোঃ ফারুক, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোবাশ্বের হোসেন ও আবদুল্লাহ আল মোবাশ্বের মানিককে এডহক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান জানান, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির বর্তমান কমিটি সঠিক সময়ে নির্বাচন শেষ করতে না পারায় আগামী চার মাসের ভিতর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সমিতির দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য খাতাপত্র, হিসাবাদি ও যাবতীয় রেকর্ডপত্র বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।
জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল জানান, উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি জেলা কার্যালয়ে আসলে তা যাচাই-বাচাই করে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৪ মাসের ভিতর নির্বাচন শেষ করে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।