পেকুয়া সদর পূর্ব জোন ছাত্রদলের কমিটি গঠিত
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১৫, ২০২৫ | ১২:১০
ছবি: প্রতিবেদক।
পেকুয়া নিউজ ডেস্ক :
পেকুয়া উপজেলার আওতাধীন পেকুয়া সদর পূর্বজোন
ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) পেকুয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে সালাহউদ্দিনকে আহবায়ক ও ইয়াছিন আরফাতকে সদস্য সচিব এবং ১৪জনকে যুগ্ম আহবায়ক করে মোট ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
যুগ্ম আহবায়করা হলেন, মোঃ আবুল কাশেম, আব্দুল্লাহ আর সাঈদ, রমিজ উদ্দিন, আরিফ মিয়া, শাহেদ ইকবাল মামুন, মোরশেদুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, ফাহিম মোহাম্মদ ফয়সাল, আব্দুল হান্নান, সাইরাজুল হক, আব্দুল্লাহ আর মামুন, ইয়াছিন ইসলাম, নুর মোহাম্মদ বাচ্চু, এনামুল হক। এছাড়াও আরও ২৮ জনকে সদস্য মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক সালাহউদ্দিন পেকুয়া নিউজ কে বলেন, ছাত্র দলের এই কমিটির মাধ্যমে আমরা জননেতা সালাহউদ্দিন আহমেদের হাতকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তুলবো৷ আগামীর ছাত্রদল হবে সুশৃঙ্খ ও মেধাবীদের সংগঠন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।