পেকুয়া সরকারী হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরনসহ জনবল সংকট নিরসনের আশ্বাস
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১৯, ২০২৫ | ১২:১০
ছবি: প্রতিবেদক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন।
১৮ অক্টাবর (শনিবার) দুপুরে তিনি পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজিবুর রহমান, আর এমও ডাক্তার তাহমিদুল ইসলাম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মো: ছফওয়ানুল করিম,সহ হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি পুরো হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন বলেন, জনবলের সংকট নিরসনে সরকার খুবই আন্তরিক, আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা এ সংকট সমাধান করবো যেন মানুষ তাদের কাংখিত সেবা পায়। তিনি আরো বলেন হাসপাতালের অবস্থা দেখে বুঝতে পারলাম তুলনামূলকভাবে অনেক ভালো সেবা দিচ্ছে। পেকুয়া হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরনের চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।