বিচারের পর আওয়ামী লীগ রাজনীতি করলে বিএনপির কিছু বলার নেই: রিজভী
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২১, ২০২৫ | ০৪:০৩
ছবি: প্রতিবেদক।
অনলাইন ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল। তবে তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার প্রশ্নই আসে না।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
“অপরাধীদের বিচার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না”
রিজভী বলেন, “যারা টাকা পাচার করেছে, শিশু-কিশোর হত্যা করেছে, রিকশাচালক-শ্রমিকদের জীবন কেড়ে নিয়েছে—তাদের বিচার করতে হবে।” তিনি প্রশ্ন তোলেন, “কার নির্দেশে এসব হত্যা ও রক্তপাত ঘটেছে? কোন পুলিশ কর্মকর্তা বা আওয়ামী লীগের কোন নেতারা এসবের সঙ্গে জড়িত?”
তিনি আরও বলেন, “অনেকে প্রশ্ন তুলছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না। কিন্তু প্রশ্ন আসছে না, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কি না?”
“শেখ হাসিনার ঈশ্বর টাকা”
রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনা আল্লাহকে বিশ্বাস করতেন কিনা সন্দেহ আছে। তার ঈশ্বর ছিল টাকা। যার ঈশ্বর টাকা, তিনি কোনোদিন ভালো কাজ করতে পারেন না।”
তিনি আরও বলেন, “সরকারি অর্থ লোপাট করে ব্যাংক খালি করা হয়েছে, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচারে শেখ হাসিনার আত্মীয়-স্বজন ও তার পছন্দের লোকজনই জড়িত। তাদের বিচার নিশ্চিত করতে হবে।”
“বাকশালের নতুন রূপ তৈরি করেছেন শেখ হাসিনা”
রিজভীর মতে, “শেখ হাসিনার শাসনামলে কেউ বিরোধী মত প্রকাশ করলেই তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি।” তিনি বলেন, “এক সময় শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, আর শেখ হাসিনা নতুন কৌশলে আরও ভয়াবহ বাকশাল তৈরি করেছেন।”
“ফ্যাসিবাদের যুগ শেষ করতে হবে”
তিনি বলেন, “যারা ফ্যাসিবাদী সরকার থেকে সুবিধা নিয়েছে, তাদের বিচার হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে কেউ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সাহস করবে না।”
“আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসলে ভিন্ন পরিস্থিতি হতে পারে”
রিজভী বলেন, “যদি আওয়ামী লীগের নতুন নেতৃত্ব অপরাধমুক্ত হয়, তাহলে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে। তবে বর্তমান নেতৃত্বের বিচার ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”