ভোটকেন্দ্র নীতিমালা সংশোধন করবে নির্বাচন কমিশন
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ১১:০৩
ছবি: প্রতিবেদক।
ভোটকেন্দ্র সংক্রান্ত নীতিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনের ফলে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ভোটকেন্দ্র-সংক্রান্ত কমিটির দায়িত্ব থেকে বাদ দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভায় এ বিষয় নিয়ে আলোচনা হয়।
কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, “ভোটকেন্দ্র নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা একটি খসড়া তৈরির অবস্থায় আছি।”
এখন পর্যন্ত জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতেন ইসি কর্মকর্তারা। তবে গত সংসদ নির্বাচনের আগে আলাদা কমিটি গঠন করে কমিশন, যেখানে ডিসি ও ইউএনওদের ভোটকেন্দ্র কমিটির আহ্বায়ক করা হয়।
এখন কমিশন নীতিমালা সংশোধন করতে চায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন সভায় নেওয়া হবে। নির্বাচন কমিশনার জানান, “আশা করি ঈদের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।”
নতুন দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, “আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি। রায়ের কপি পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”
এছাড়া, নির্বাচন কমিশন পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করার পরিকল্পনা করেছে। আগের কিছু নিবন্ধন বাতিল হতে পারে এবং কমিশন ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে চায়, যাতে বিতর্কিত কর্মকর্তারা আর নির্বাচনে যুক্ত না হন।