ভোটের তারিখ পেছানোর পরিকল্পনা নেই, আওয়ামী লীগ নিষিদ্ধেরও প্রশ্ন ওঠে না: প্রধান উপদেষ্টা
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২১, ২০২৫ | ০৮:০৩
ছবি: প্রতিবেদক।
ঢাকা, ২১ মার্চ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. কমফোর্ট ইরো।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নয়, আইনি প্রক্রিয়ায় বিচার
প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত দলের নেতাদের বিচার আদালতের মাধ্যমেই সম্পন্ন হবে।
জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সুপারিশ অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদের হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার বিষয়টিও উড়িয়ে দেননি তিনি। “এটাও আলোচনা রয়েছে,” বলেন ড. ইউনূস।