মগনামা ইউনিয়ন মৎস্যজীবি দলের আওতাধীন ১, ৫, ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত 

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২১, ২০২৫ | ০১:১০
ছবি: প্রতিবেদক।

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল পেকুয়া উপজেলার আওতাধীন মগনামা ইউনিয়নের ১, ৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর (রবিবার) বিকেলে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে মগনামা ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক নুরুল আজিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আফসার এবং যুগ্ম আহবায়ক আজগর আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: বেলাল হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে  ডা: বেলাল হায়দার বলেন, আপনারা যারা সালাহউদ্দিন আহমদের এলাকায় মৎস্যজীবি দল করেন আপনাদের গৌরবান্বিত হওয়া দরকার। দেশ, মাটি ও মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের উন্নয়নকে সাধারণ মানুষের দারপ্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা মহল ভিন্ন কৌশল নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছে। তারা প্রিয় নেতার উন্নয়নকে অস্বীকার করতে চায়। যারা জনগণের কল্যাণে একটা ইটও বসাতে পারেনি তারা আজ ধর্মের কথা বলে মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতেছে এবং অপপ্রচার চালাচ্ছে।

এইসব ধোঁকাবাজ  থেকে সতর্ক থাকতে হবে সতর্ক রাখতে হবে।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি হারুনুর রশিদ। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এম জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এস এম জাকের হোসেন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ সানাউল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, ওলামাদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজমগীর, উপজেলা মৎস্যজীবি দলের সহ সভাপতি বেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবদলের সাবেক সম্মানিত সদস্য আব্দুল মান্নান, মগনামা ইউনিয়ন তাঁতীদলের সদস্য সচিব ওমর ফারুক, ছাত্রনেতা সোহেল, ছাত্রনেতা আব্দুল মোনাফ, ছাত্রনেতা নুরুল আমিন,৮নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মিজান, সাংগঠনিক উকিল আহমদ, ৭নং সভাপতি মো: সেলিম, সম্পাদক ইমরান, ৯নং ওয়ার্ড সভাপতি হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আলম,বিএনপি, যুবদল,ছাত্রদল, শ্রমিকদল, তাঁতিদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল, কৃষকদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড মৎস্য জীবিদলের সভাপতি পদে মোঃ আলকামা, সাধারণ-সম্পাদক পদে মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে আলী আকবর। ০৫নং ওয়ার্ড মৎস্য লজীবিদলের সভাপতি পদে মোঃ হাসান, সাধাররণসম্পাদক পদে মোঃ তামজীদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফয়সাল, ০৬নং ওয়ার্ড মৎস্যজীবিদলের সভাপতি পদে মোঃ ইসমাইল, সাধারণ-সম্পাদক পদে আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হেলাল নির্বাচিত হয়।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।