রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের ৫৫ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন 

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১১, ২০২৫ | ০২:১০
ছবি: প্রতিবেদক।

আহবায়ক গোলাম রহমান এমইউপি, সদস্য সচিব জুনাইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পেকুয়া উপজেলার আওতাধীন রাজাখালী ইউনিয়ন শাখার ৫৫ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা তাঁতীদলের আহবায়ক ও সদস্য সচিব। 

১০ অক্টোবর (শুক্রবার) বিকালে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন উক্ত কমিটি অগ্রবর্তীর জন্য উপজেলা তাঁতীদলের আহবায়ক ও সদস্য সচিবের কাছে প্রেরণ করলে উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব ইমরুল হাসান ইমু উক্ত কমিটি অনুমোদন দেন।

উক্ত কমিটিতে রাজাখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য গোলাম রহমান এমইউপিকে আহবায়ক, মোহাম্মদ জুনাইদুল ইসলাম কে সদস্য সচিব, শাহাদাত হোছাইন রাজিব, তৌহিদুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোছেন, মো.বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম বাবুল, আব্দুর রহমান, জসিম উদ্দিন, মো.ফোরকান, তাহারিমুল আকরাম আয়াত

 কে যুগ্ম আহবায়ক, খালেদ গণি, গোলাম মোস্তফা, মোজাম্মেল হক, আমজাদ হোছেন, ওমর ফারুক, মো: ফজল কাদের, আবু বক্কর, শাহাবুদ্দিন, মো: ইলিয়াছ, আবু ছাদেক, ছরুয়ার আলম, রেজাউল করিম, মো: আজহার, মো: মিজান, মো: একরাম, আলা উদ্দিন আরমান, মো: ইসমাইল, গিয়াস উদ্দিন, নাজের হোছেন নাজু, মিজানুর রহমান, আবুল কাশেম, বদরুল আলম, নুরুল হোছেন, তৌহিদুল ইসলাম বাদশা, মো: তারেক, আহমদ হোছাইন, আকতার হোছাইন, নেছার উদ্দিন, নাছির উদ্দীন, আব্দুল শুক্কুর, আবু তৈয়ব, জসিম উদ্দিন, মো: জাবের, মো: ফোরকান, মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, মো: মোশাররফ হোছাইন, মো: আসিফ, আবদুল মোমেন, আবুল বশর, আবুল কাছিম, শহর মুল্লুক, এনামুল হক মানিক কে সদস্য করে ৫৫ জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং ৩০ দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।