রায়পুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২১, ২০২৫ | ০৫:০৩
ছবি: প্রতিবেদক।
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোহিনীপুর এলাকার সৌদি আরব প্রবাসী আমিন মিয়া (২৮) ও বাশার মিয়া (৩০)।
দীর্ঘদিনের বিরোধ থেকে সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবদুস সালামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ৫ মার্চ সামসু মিয়ার লোকজন হামলা চালালে আবদুস সালাম গ্রুপের লোকজন গ্রাম ছেড়ে বাইরে অবস্থান নেয়। শুক্রবার ভোরে তারা গ্রামে ফিরতে গেলে সামসু মিয়ার অনুসারীরা বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে গুলিবিদ্ধ হয়ে আমিন মিয়া ও বাশার মিয়া নিহত হন।
প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ
নিহত আমিন মিয়ার বাবা খোরশেদ মিয়া বলেন, “গত ৫ আগস্টের পর থেকে আমরা বাড়ি ছাড়া। ঈদ করতে বাড়ি ফিরতে গেলে সামসু মেম্বারের লোকজন হামলা চালায়। আমার ছেলেকে গুলি করে গলা চেপে হত্যা করা হয়।”
আওয়ামী লীগ নেতা আবদুস সালাম বলেন, “আমাদের লোকজন ছয় মাস ধরে গ্রাম ছাড়া ছিল। বাড়িতে ফিরলে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।”
সামসু মেম্বারের বক্তব্য
অন্যদিকে বিএনপি নেতা সামসু মেম্বার বলেন, “আমাদের পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।