শিক্ষক আরিফ হত্যা মামলার অন্যতম আসামি মুকা অবশেষে গ্রেপ্তার
বিভাগীয় প্রতিবেদক। | জুন ১৫, ২০২৫ | ১১:০৬
ছবি: প্রতিবেদক।
নিজস্ব প্রতিবেদক: ক্সবাজারের পেকুয়ার বহুল আলোচিত শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোকাম্মেল হোসেন ওরফে মুকা (৩৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। বান্দরবানের লামা থানা পুলিশের একটি দল রবিবার (১৫ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মুকা পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্মাখালী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং শিক্ষক আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা শিক্ষক আরিফ হত্যা মামলার পলাতক আসামি মোকাম্মেল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে খুব শিগগিরই পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে।”
এর আগে ২৯ মে সকালে মুকার বাড়ির পরিত্যক্ত একটি পুকুর থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কিরিচ উদ্ধার করে, যা হত্যাকাণ্ডের আলামত হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ নিখোঁজ হন। নিখোঁজের ১৩ দিন পর, ১১ অক্টোবর, বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছোট ভাই মো. রিয়াদ বাদী হয়ে পরদিন পেকুয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ধীরে ধীরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই গ্রেপ্তার তদন্তে নতুন মোড় আনবে বলে আশা করছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।