শিগগিরই দেশে ফিরতে পারেন তারেক রহমান, বারিধারায় চলছে বাড়ির সংস্কার

বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২২, ২০২৫ | ১১:০৩
ছবি: প্রতিবেদক।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই শিগগিরই দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বারিধারায় তার থাকার জন্য বাড়ির সংস্কার কাজও চলছে জোরেশোরে।

খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি

বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকের আয়োজিত এক ইফতার মাহফিলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরতে প্রস্তুত। ঈদের পর, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এম এ মালেক বলেন, “আমরা তাকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন ডাক্তারদের চিকিৎসা ও ফ্লাইটের শিডিউলের ওপর নির্ভর করছে তার ফেরার সময়সূচি।”

তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা

তারেক রহমানের ফেরার বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত করা হয়নি। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, বেগম খালেদা জিয়ার ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “এটি এখন শুধু সময়ের ব্যাপার। তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন। তার ঢাকায় থাকার জন্য প্রস্তুতিও চলছে।”

বারিধারায় বাড়ির সংস্কার চলছে

জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচএসে একটি বাড়ি রয়েছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা এ বাড়িটিতে বর্তমানে আধুনিক সংস্কার কাজ চলছে।

বাড়ির কিচেন, বাথরুমসহ বেশ কয়েকটি অংশ ভেঙে নতুন ডিজাইনে পুনর্নির্মাণ করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে দেশে ফিরে তারেক রহমান এই বাড়িতেই বসবাস করবেন বলে জানা গেছে।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।