স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে পেকুয়ায় খাল সংস্কার, স্বস্তি ফিরছে গ্রামে

বিভাগীয় প্রতিবেদক। | জুন ১২, ২০২৫ | ১১:০৬
ছবি: প্রতিবেদক।

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা গ্রামে অবশেষে দীর্ঘদিনের অবহেলিত ড্রেনেজ খালটি সংস্কারে নেমেছে স্থানীয়রা। সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার শিকার প্রায় ৫ হাজার মানুষ এখন স্বস্তি পাচ্ছেন।

সম্প্রতি ময়লায় বন্ধ হয়ে যাওয়া খালটি পরিষ্কার করতে যুবদল নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে প্রায় ৪০ জন গ্রামবাসী স্কেভেটরসহ স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন। ৪০০ মিটার খাল পরিষ্কারের মধ্য দিয়ে পানি চলাচল শুরু হয়েছে।

জলাবদ্ধতার কারণে গ্রামের পুরনো কবরস্থানও পানির নিচে চলে গিয়েছিল। ভেসে উঠেছিল কয়েকটি লাশ, যা ছিল অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে কোনো জনপ্রতিনিধির উদ্যোগ না থাকায় হতাশ ছিল এলাকাবাসী।

গ্রামবাসী চায়, খালটিকে সরকারি খাস খতিয়ানে এনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনা হোক। ইউপি সদস্য বাহাদুর শাহ জানিয়েছেন, তিনি এলাকাবাসীর উদ্যোগ সম্পর্কে অবগত এবং প্রয়োজনে পাশে থাকবেন।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।