উখিয়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে যৌথসভা অনুষ্ঠিত
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৩, ২০২৫ | ০২:০৯
ছবি: প্রতিবেদক।

পেকুয়া নিউজ ডেস্ক :
“বাল্য বিবাহ রোধ করি, কন্যা শিশুর ভবিষ্যৎ গড়ি”- এ স্লোগানে বাল্যবিবাহ মুক্ত উপজেলা বাস্তবায়ন উপলক্ষে উখিয়ায় সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক। সভায় ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আনুষ্ঠানিক যৌথ স্বাক্ষর সম্পাদন করা হয়। একই সঙ্গে প্রচার অভিযানের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করতে অভিভাবক, যুবক-যুবতীসহ নাগরিক সমাজ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক প্রবীর চিসিকের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।