চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদপ্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভ ও মানববন্ধন

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৪, ২০২৫ | ০৮:১০
ছবি: প্রতিবেদক।

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ধ্বংসের পাশাপাশি স্থানীয় জনজীবন বিষিয়ে তুলেছে একটি চক্র।
পরিবেশ বিধংসী এ কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জড়িতরা ক্ষুদ্ধ হয়ে আমিরুল গণী খোকন নামের স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে বেদড়ক মারধর করেছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় দিকে বদরখালীস্থ পানি উন্নয়ন বোর্ডের ১০ নম্বর স্লুইস গেইট এলাকায় অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৫নং লটারি মুলে ইজারাপ্রাপ্ত সাতডালিয়া পাড়া সমিতির সভাপতি ও সম্পাদক জানিয়েছে, সমিতির প্রায় ৫ হাজার সদস্যের মালিকানাধীন একটি চিংড়ি ঘের দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী বালুখেকো কালু ড্রাইভার ও তার সহযোগীরা। প্রথম দিকে তাঁরা জায়গার লাগিয়ত দিলেও পরবর্তীতে কোনো অর্থ পরিশোধ না করেই জায়গাটি জোর করে দখলে রেখে সেখানে অবৈধ বালু উত্তোলন করে বাণিজ্য চালাচ্ছে।

মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, সাতডালিয়া সমিতির ইজারা প্রাপ্ত খাল ও চিংড়ি ঘেরে ড্রেজার মেশিন, এসকেভেটর ও ডাম্পার গাড়ি ব্যবহার করে দিনরাত বালু উত্তোলন করছে। ফলে ওই এলাকার বসতবাড়ি, মসজিদ ও নূরানী মাদরাসাসহ জনবহুল এলাকায় ভয়াবহ ক্ষতি হচ্ছে। বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতির বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, অসুস্থ ও বয়স্ক মানুষরা চরম ভোগান্তিতে পড়ছেন।

এলাকাবাসী আরও বলেন, বালু লুটেরা চক্র কতৃক অবৈধ বালু উত্তোলন বন্ধে ইতোপূর্বে চকরিয়া উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দপ্তরে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও অদ্যবদি কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং দখলদাররা প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অবাধে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বালু উত্তোলনে পরিবেশগত ক্ষতিসাধনের বিষয়ে তুলে ধরে স্থানীয় বদরখালী সাতডালিয়া পাড়া সমিতির সদস্য ও এটিএম নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এটিএম আমিরুল গণি খোকন শুক্রবার একটি সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হন অভিযুক্তরা। এর জেরধরে শুক্রবার সন্ধ্যার স্থানীয় কালু ড্রাইভারের নেতৃত্বে একদল দুবৃর্ত্ত অতর্কিত দোকানে ঢুকে বসা অবস্থায় সাংবাদিক খোকনের উপর বর্বরোচিত হামলা চালিয়ে বেদড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আমিরুল গণি খোকনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মানববন্ধনে থেকে এলাকাবাসি হুশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকের উপর হামলাকারী চক্রকে অবিলম্বে গ্রেফতার পূর্বক পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নিতে হবে। আমরা এব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে বক্তব্য দেন বদরখালী সাতডালিয়া পাড়া সমিতির মাস্টার নুরুল আমিন, মাস্টার জসিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন কিশোর, সাংবাদিক আবদুল মান্নান, ফোরকান উদ্দিন প্রমুখ। ##

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।