চকরিয়ায় ছুরিকাঘাতে সিএনজি চালকখুনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা,ভাবী গ্রেফতার
বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ১, ২০২৫ | ০৪:১০
ছবি: প্রতিবেদক।
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে ভাতিজার ছুরিকাঘাতে সিএনজি চালক হারুনর রশীদ (৪৫) খুনের ঘটনায় চকরিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মামলাটি রুজু করেছেন।
এজাহারে ৬ জনের নাম উল্লেখ করে ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে এ মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে গ্রেফতার হওয়া নিহতের ভাবী ছেনু আরা বেগমকে হত্যা মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে।
ছেনু আরা বেগম চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফুলতলা খাসপাড়া গ্রামের
শেখ আহমদের স্ত্রী এবং ছুরিকাঘাতে হত্যাকারী সন্ত্রাসী মোহাম্মদ খোকার মা।
অপরদিকে একইদিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে অপহরণের পর টমটম গ্যারেজ মালিককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
সোমবার বিকাল ৫টা পর্য্যন্ত গ্যারেজ মালিক গিয়াস উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় চকরিয়া থানায় মামলাও রজু হয়নি।
পূর্বশত্রুতার জেরে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক গ্যারেজ মালিককে অপহরণের পর পিটিয়ে হত্যা করে চিরিঙ্গা মাতামুহুরী সেতুর পাশে সড়কের পাশে ফেলে দেয় জড়িত সন্ত্রাসীরা।
অন্যদিকে শনিবার সকাল ১১ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড ফুলতলা খাসপাড়া এলাকায় বাড়িভিটির সীমানা বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার জের ধরে বড় ভাই শেখ আহমদের ছেলে মো. খোকার ছুরিকাঘাতে চাচা হারুনর রশিদ নিহত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, জমির সীমানা বিরোধ নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের ঘটনায় মামলা হয়েছে। জড়িত অভিযোগে নিহতেে ভাবি ছেনু আরা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, একইদিন টমটম গ্যারেজ মালিক হত্যার ঘটনায় এখনো এজাহার জমা দেয়নি। এরপরও
হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ##
স/জি