চকরিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগঃ ধর্ষক গ্রেফতার

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৪, ২০২৫ | ০১:০৯
ছবি: প্রতিবেদক।

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম (৩৫) নামের যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই নারী চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আরিফ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ফজুমিয়াজি পাড়ার আমির হোসেনের ছেলে ও চকরিয়া পৌরশহরের মসজিদ মার্কেটের ব্যাবসায়ী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ড হাসপাতাল পাড়ায় নিজের বসতঘরে বসবাস করে আসছেন ওই নারী। তার স্বামীর সাথে আরিফুল ইসলামের পূর্ব পরিচিত ছিল। সে সুবাদে তাদের ঘর আসা যাওয়া ছিল আরিফের। এক পর্যায়ে তার স্বামীকে ভুল বুঝিয়ে তাদের মধ্যে কলহবিবাদ সৃষ্টি করেন তিনি। এতে বাধ্য হয়ে ওই নারী তাঁর প্রবাসী স্বামীকে তাকে তালাক প্রদান করেন।

সর্বশেষ গত রোববার ২১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে আরিফ ওই নারীর ঘরে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে প্রতিবারের মতো ওইদিনও ভিকটিম নারীকে ধর্ষণ করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দরজা বন্ধ করে রাখা হয়। এসময় আরো কয়েকজন যুবক এসে তাকে ছাড়িয়ে নেন।
এসময় ভিকটিম ওই নারী ও তার মেয়েকে মারধরে করে ঘর থেকে জমির দলিল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইলে সেট নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ে করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারী পরীক্ষা করা হচ্ছে। গ্রেফতার আসামী আরিফুল ইসলামকে আদালতে উপস্থাপন করা হবে। ##

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।