চকরিয়ায় যাত্রীবাহি ইমপ্রিরিয়াল এক্সপ্রেস বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৪, ২০২৫ | ০১:০৯
ছবি: প্রতিবেদক।
নিজস্ব প্রতিনিধি,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় ইমপ্রিরিয়াল এক্সপ্রেস নামের যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাত সোয়া তিনটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের জনতামার্কেট এলাকায় যাত্রীবাহি বাস থেকে এসব ইয়াবা উদ্ধার হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কক্সবাজারের কলাতলি কাউন্টারে যাত্রীবাহি বাসে অজ্ঞাতনামা ব্যক্তি টিকেট কেটে উঠে। বাসটি কক্সবাজার বাসটার্মিনাল এলাকায় পৌঁছলে ওইযাত্রী সিটের পাশে একটি ব্যাগ রেখে বাস থেকে নেমে পড়ে। পরে ওই ব্যক্তি পুন:রায় বাসে না উঠায় বাস সুপারভাইজারের সন্দেহ হয়।
তবে সিটের পাশে ব্যাগটি পড়ে ছিল। বাসটি চকরিয়া পৌঁছার আগে ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেট পাওয়া যায়। এসময় চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম রাত সোয়া তিনটার দিকে চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট এলাকায় বাস থামিয়ে ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বাস থেকে উদ্ধার হওয়া ইয়াবার মালিককে খুঁজতে বাসের টিকিটে দেওয়া মোবাইল নম্বর ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মালিক সনাক্ত করা গেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##