চন্দনাইশে যুবলীগ নেতা গিয়াস উদ্দিন জিকু গ্রেপ্তার

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২১, ২০২৫ | ০১:০৯
ছবি: প্রতিবেদক।

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার যুবলীগ নেতা গিয়াস উদ্দিন জিকু (২৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দোহাজারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গিয়াস উদ্দিন জিকু সাবেক দোহাজারী পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সদস্য এবং দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড হাজারীদীঘি মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।

ওসি গোলাম সারোয়ার জানান, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ৩টি ও কর্ণফুলী থানায় ০১ টি অস্ত্র মামলা রয়েছে। রবিবার তাকে বিজ্ঞ চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ন/স

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।