পেকুয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের উপশাখার উদ্বোধন
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৯, ২০২৫ | ১২:০৯
ছবি: প্রতিবেদক।
পেকুয়া নিউজ ডেস্ক :
কক্সবাজারের পেকুয়ায় ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি এর উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ টায় পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে জাকের হোসেন চৌধুরী মার্কেটের ২য় তলায় চকরিয়া শাখার অধিনে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর উপশাখা ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম ও ডাচ্-বাংলা পিএলসি এর চকরিয়া শাখার এভিপি ম্যানেজার সাজ্জাদ হোছাইন।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপশাখার ম্যানেজার এসইও স্বরূপানন্দ শীল, মার্কেটের স্বত্বাধিকারী জাকের হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, ব্যবসায়ী নেতা আকতার আহমেদ, পেকুয়া সমবায় ঋণদান সমিতির সাবেক চেয়ারম্যান মাহামুদুল করিম ফারুকী, পেকুয়া বাজার ব্যবসায়ী সমবায় ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ ইকবাল, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ব্যবসায়ী নাজমুল হক চৌধুরী, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি এর উপশাখার সহকারী অফিসার মোহাম্মদ সোহেল, জুনিয়র ক্যাশ অফিসার মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট
ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় পেকুয়া উপশাখার ম্যানেজার এসইও স্বরূপানন্দ শীল বলেন, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরণের লোন সেবা, ডিপিএস, সেভিংস সহ বিভিন্ন একাউন্ট, এফডিআর সহ বিভিন্ন ব্যাকিং সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে পেকুয়ায় এসেছে ডাচ্-বাংলা ব্যাংক। নিরাপদ ব্যাংকিং সেবা দিতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।
স/জু