পেকুয়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযান ঠেকাতে হামলা : বনকর্মীর ফাঁকা গুলি বর্ষন
বিভাগীয় প্রতিবেদক। | জানু ২, ২০২৬ | ০৮:০১
ছবি: প্রতিবেদক।
নিজস্ব প্রতিনিধি,পেকুয়া :
পেকুয়ায় বনবিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান ঠেকাতে হামলা চালিয়েছে দখলকারীরা। এসময় এসময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বনকর্মীরা চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।
গতকাল বিকালে পেকুয়ার মধ্যম উজানটিয়ায় উপকূলীয় বনবিভাগের জমি জবর দখল করে পাকা বসতঘর নির্মাণ করায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে
এঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পেকুয়ার মধ্যম উজানটিয়া পেকুয়ার চর এলাকায় উপকূলীয় বনবিভাগের চনুয়া রেঞ্জের অধীন মগনামা বিটের আওতাধীন জায়গা দখল করে বজল আহমদের পুত্র দিদার ও খলিল পাকাঘর নির্মাণ করে। একইভাবে ফররুখ আহমদের পুত্র রশিদ আহমদ ও পাকাঘরের ছাঁদ ঢালায় কাজ সম্পন্ন করে। বনবিভাগের লোকজন এসে দিদার ও খলিলের ঘরের পাকাদেয়াল গুড়িয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন বাধা দিয়ে উত্তেজনা সৃষ্টি হলে নির্মাণ সামগ্রী সহ টিনের বাউন্ডারির কিছু অংশ জব্দ করে নিয়ে আসেন বন বিভাগ ও উপজেলা প্রশাসন। রশিদ আহমদের ঘরে উচ্ছেদ করতে গেলে রশিদ আহমদের মা দা দিয়ে বনকর্মীদের ওপর হামলা করে। এসময় শতাধিক নারী পুরুষ উচ্ছেদ টীমের দিকে তেড়ে এসে ইট পাটকেল ছুটতে থাকে। জনরোষ থামাতে বন রক্ষীরা চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে ছত্রভঙ্গ করে।
বনরক্ষীরা রশিদের মাকে আটক করে গাড়ীতে তুলার সময় স্থানীয় লোকজন ছিনিয়ে নেয়।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এখানে অনেকই জবর দখল করে ঘর নিমার্ণ করছে কিন্তু তখন তাদের ঘরগুলো ভাঙা হয়নি। বনবিভাগের লোকজন এসে প্রতিনিয়ত টাকা নিয়ে যায়।
চনুয়া রেঞ্জ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন জবর দখলকারীদের দফায় দফায় নোটিশ প্রদানের পরও তারা নোটিশ অমান্য করায় পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এ এস এম নুরুল আখতার নিলয়ের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহেশখালী শাপলা পুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ মগনামা বিটের বনরক্ষীরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, বন ভূমির রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে। হামলাকারীদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।