পেকুয়ায় বিএডিসির নবনির্মিত কালভার্টের উদ্বোধন

বিভাগীয় প্রতিবেদক। | নভে ৮, ২০২৫ | ০১:১১
ছবি: প্রতিবেদক।


নিজস্ব প্রতিনিধি,পেকুয়া :

পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকায় বিএডিসি সেচ বিভাগের উদ্যোগে দীর্ঘ দিনের অবহেলিত মাষ্টার পাড়া খালের উপর নবনির্মিত কালভার্টের উদ্বোধন করা হয়েছে।

৭ নভেম্বর (শুক্রবার) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কালভার্টের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আলামিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুস এমইউপি, সাবেক এমইউপি মোস্তাক আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছরওয়ার কামাল, চট্টগ্রাম দায়রা জজ আদালতের পিপি এডভোকেট জেট এম মিনার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরুল হোছাইন, ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক রিফাত কামাল, সদস্য সচিব নাজেম উদ্দিন, যুগ্ম আহবায়ক এটিএম গিয়াস উদ্দিন, রেজাউল করিম, শামীম, নুর মোহাম্মদ পুতু,মিয়া, ছৈয়দ আহমেদ, আলী আহমদ সহ অনেকেই।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করেন মেসার্স জুনাইদ কনস্ট্রাকশন। এ প্রকল্পের জন্য সেচ বিভাগ বিএডিসি কক্সবাজার ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। এটির মাধ্যমে প্রায় দশ হাজার মানুষের দীর্ঘ দিনের চলাচলের কষ্ট লাঘব হলো। একই সাথে চাষাবাদে ও মাইলফলক হল।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন বিএনপি মানে উন্নয়ন। মাষ্টার পাড়ার মানুষ চলাচলে একটি সাকোঁ দিয়ে দীর্ঘ দিন চলাচল করছে। আমি সার্বিক তত্বাবধানে বিভিন্ন দপ্তরে তদবী করে এ কালভার্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ কয়দিনের মধ্যে সম্পন্ন হয়ে গেছে এ কালভার্ট। ফলে চলাচলে আর কষ্ট হবে না। বিএনপি মানে উন্নয়ন সালাহ উদ্দিন আহমদ মানে উন্নয়ন। তাই এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।