পেকুয়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম, ১০জনকে আসামি করে মামলা
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৪, ২০২৫ | ০৬:০৯
ছবি: প্রতিবেদক।
কক্সবাজারের পেকুয়ায় শাহেদুল ইসলাম ফরহাদ (১৬)নামের এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউপির মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকমের পিতা বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন৷
আহত শাহেদুল ইসলাম ফরহাদ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামি আলিম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। তার রোল নং- ০১ এবং একই এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
এ মামলার আসামিরা হলেন, মোহাম্মদ ইউনুচ (৩২), মোহাম্মদ সোলাইমান (৩৮), শাহিন আলম (২০),
এনামূল হক (২২), মোহাম্মদ শাকের প্র: সাগর (২৪),
রাজু (৩২), মোহাম্মদ কালু (২৩), ওয়াহেদ (২৮),
রাসীর (২০), রবি আলম (১৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাজেম উদ্দিন গং মোহাম্মদ ইউনুস গং এর মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে একাধিকবার বৈঠক ও হয়েছে। পেকুয়া থানায় মামলা ও রয়েছে। থানায় মামলার বিচারাধীন অবস্থায় মোহাম্মদ ইউনুস গং নাজেম উদ্দিনের ভোগ দখলীয় জমি জবরদখল করার পাঁয়তারা চালায়৷ দিয়ে আসছিলো প্রতিনিধি প্রাণে মারার হুমকি। তারাই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ১৫/২০ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে নাজেম উদ্দিনের বসতবাড়ি জবরদখলের উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা৷ ওই সময় মাদ্রাসা ছুটি হলে বাড়ি আসতেই ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় শাহেদুল ইসলামকে। মূহুর্তেই অজ্ঞান মাটিতে লুটিয়ে পড়ে যায় শাহেদ৷ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে মেধাবী শিক্ষার্থী শাহেদ৷
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।