পেকুয়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৪, ২০২৫ | ১২:০৯
ছবি: প্রতিবেদক।
কক্সবাজারের পেকুয়ায় মাহফুজ মিয়া (৪৫) নামের ৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এসআই সাঈদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা পেকুয়ার চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
সে ওই এলাকার মৃত মজলেস মিয়ার পুত্র।
এ বিষয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মারামারি মামলার ছয় বছরের সাজা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পেকুয়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় মাহফুজ মিয়া (৪৫) নামের ৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এসআই সাঈদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা পেকুয়ার চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
সে ওই এলাকার মৃত মজলেস মিয়ার পুত্র।
এ বিষয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মারামারি মামলার ছয় বছরের সাজা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।