পেকুয়া সদর পশ্চিম জোন ৫ নং ওয়ার্ড তাঁতীদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত 

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ৫, ২০২৫ | ০৫:১০
ছবি: প্রতিবেদক।

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পেকুয়া উপজেলা শাখার আওতাধীন সদর পশ্চিম জোন ৫ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭ টায় পেকুয়া প্রি ক্যাডেট স্কুল হলরুমে সদর পশ্চিম জোন তাঁতীদলের আহবায়ক মো: এছারুল হকের সভাপতিতে ও সদস্য সচিব মঈন উদ্দিন ও সদস্য ইউনুচের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সদর পশ্চিম জোন বিএনপির সদস্য সচিব আব্দুল মোনাফ। 

প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ইমরুল হাসান ইমু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাইয়েস, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক নুরুল আবচার, আরিয়ান, উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন, সিনিয়র সহসভাপতি ওসমান, সাধারণ সম্পাদক জামাল, জহির উদ্দিন, এমইউপি গোলাম রহমান। 

বক্তব্য রাখেন সদর পশ্চিম জোন তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন মানিক, যুগ্ম আহবায়ক হাছান, মহিউদ্দিন,  হারুন অর রশিদ,

পূর্ব জোন তাঁতীদলের আহবায়ক তাইফুর রহমান, সদস্য সচিব কনিচ, যুগ্ম আহবায়ক

 মঈনুল ইসলাম আপেল, উজানটিয়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক জিয়াউর রহমান, পশ্চিম জোন তাঁতীদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মহিবুল্লাহ। 

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠন এবং তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন তাঁতীদল সুসংগঠিত একটি দল। তাঁতীদল শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন। ইতিমধ্যে তাঁতীদলের সাড়া পড়েছে পেকুয়ার আনাচে-কানাচে। পেকুয়ার কৃতি সন্তান সালাহউদ্দিন আহমেদ পেকুয়া কে শিল্পনগরীতে রূপান্তর করার চিন্তাচেতনা আছে বলে আগে থেকে বিভিন্ন সংগঠন থেকে ছিঁড়ি ছড়িয়ে থাকা নেতাকর্মী দেরকে এক করার জন্য এ তাঁতীদল এনেছে পেকুয়ায়। যেটিতে দায়িত্ব তুলে দিয়েছেন যুব নেতা জয়নাল আবেদীন ও ইমরুল হাসান ইমুর উপর। তারা সঠিক নেতৃত্বের মাধ্যমে তাঁতীদলকে পেকুয়ায় প্রতিষ্ঠা করতেছে। ইতিমধ্যে পেকুয়া সদর পশ্চিম জোন ও পূর্ব জোন সহ ৫ টি ইউনিয়ন আহবায়ক কমিটি সম্পূর্ণ করেছে। তারা আরো বলেন রাজনীতি করা মানে চাঁদা বাজী দখলবাজী করা নই মানুষের সেবা করা অসহায় মানুষের পাশে দাড়ানো। সালাহ উদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য এখন থেকে মাঠে নামার আহবান জানান।

উপজেলা আহবায়ক জয়নাল আবেদীন ঘোষণা করেন তাঁতীদলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজী চাঁদা বাজী সহ কোন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম অধিবেশন শেষে উপজেলা তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে তিন প্রাথী প্রতিদ্বন্ধিতা করে এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ও সাংগঠনিক সম্পাদক 

পদে একজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। সাংগঠনিক সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে বিনাপ্রতিদ্বন্ধিতায় সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে।  বাকী দুই পদের প্রার্থীদের কে নিয়ে বসে সদর পশ্চিম জোন তাঁতীদলের আহবায়ক ও সদস্য সচিব  সিদ্ধান্ত নিবে বলে জানান।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।