ফটিকছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৪, ২০২৫ | ০৩:০৯
ছবি: প্রতিবেদক।


মোঃ আবু মনসুর, প্রতিনিধি ফটিকছড়ি:


ফটিকছড়িতে সেনা অভিযানে রাইফেল ও দেশীয় অস্ত্রসহ আব্দুল হালিম ইমন নামে ১ যুবককে আটক করেছে সেনা বাহিনী।
২৩ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যান বাড়িতে অভিযান চালায় উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জো’র নেতৃত্বে এক দল সেনা সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চৌকস দল আব্দুল্লাহপুর সামাদ চেয়ারম্যান বাড়ির আব্দুল হালিম ইমনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি রাইফেল, ৩টি রাইফেল এ্যামুনেশন, ৬ টি পিস্তলের এ্যামুনেশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১ টি ব্ল্যাংক কার্তুজ, ১৬ টি মোবাইল ফোন, ১টি চাইনিজ কুড়াল, ২টি পাহাড়ি দা, ৭টি ছোট-বড় চাকু, ১টি চেইনসহ তার ব্যবহৃত ইয়াবা, মদ, গাজা উদ্ধার করে।
আটক আব্দুল হালিম ইমন আব্দুল্লাহপুর সামাদ চেয়ারম্যান বাড়ির জনৈক শফিউল আলমের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি খিরাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আসামি আব্দুল হালিম ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনের সেনা ক্যাম্পে সেনা বাহিনীর তত্বাবধানে রয়েছে। এ বিষয়ে ফটিকছড়ি থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।