বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৫, ২০২৫ | ০১:০৯
ছবি: প্রতিবেদক।

বাঁশখালী প্রতিনিধিঃ-

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সমাজসেবা অফিসার মোঃ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ তৌসিব উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সরওয়ার হোসাইন চৌধুরী, চেয়ারম্যান মোঃ তারেকুল ইসলাম, সালাহ উদ্দীন কামাল, আসহাব উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, বিকাশ দত্ত, মোঃ শহিদুল্লাহ, রাশেদ নুরী, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, মুহাম্মদ মিজান বিন তাহের সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গুজব প্রতিরোধ সহ নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন করা, পাহাড় কাটা, মাটি কাটা ও বালু উত্তোলন, মানব পাচার, বৃক্ষ নিধন, বাল্যবিবাহ প্রতিরোধে, ইভটিজিং সহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বাঁশখালীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।