রাখাইন জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব” — ইকবাল হোছাইন
বিভাগীয় প্রতিবেদক। | ডিসে ১৮, ২০২৫ | ১১:১২
ছবি: প্রতিবেদক।
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় রাখাইন জনগোষ্ঠীর বৌদ্ধ শ্মশানের জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোছাইন। আজ সকালে তিনি সরেজমিনে উপস্থিত থেকে
রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শ্মশান এলাকার সীমানা নির্ধারণ করেন। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটে।
এ সময় রাখাইন বৌদ্ধ শ্মশানের নিরাপত্তা ও সংরক্ষণের লক্ষ্যে শ্মশানের দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় ইকবাল হোছাইন বলেন, “রাখাইন জনগোষ্ঠী এই অঞ্চলের ঐতিহ্যবাহী ও শান্তিপ্রিয় জনগোষ্ঠী। তাদের ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। শান্তি, সম্প্রীতি ও মানবিক সহাবস্থানের মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।”
স্থানীয় রাখাইন সম্প্রদায় ও এলাকাবাসী এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক ও সমন্বিত উদ্যোগ এলাকায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
রাখাইন সম্প্রদায়ের এক প্রতিনিধি বলেন,
“দীর্ঘদিন ধরে শ্মশান নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। আজ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আমাদের ধর্মীয় আচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন,
“শান্তি ও সম্প্রীতির এই উদ্যোগ আমাদের আস্থা ফিরিয়ে দিয়েছে। ভবিষ্যতেও সবাই মিলেমিশে বসবাস করতে চাই।”
স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।