স্কুল মানে বড় বিল্ডিং নই এবং ভালো মানের শিক্ষক ও শিক্ষকদের বেতন দেওয়া নই: সালাহউদ্দিন আহমেদ
বিভাগীয় প্রতিবেদক। | জানু ৪, ২০২৬ | ০২:০১
ছবি: প্রতিবেদক।
এস এম জুবাইদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে। স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক ও শিক্ষকদের বেতন দেওয়া নই।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে সাবেকগুলদি পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ এর শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল প্রয়োজন। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশ বা টিনের বেড়া ছিল, কিন্তু পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ছফওয়ানুল করিম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদ, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনচারী, পেকুয়া কিংস্টন স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন, পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির পরিচালক তাইফুর রহমান, মোহাম্মদ কনিচ, শহিদুল ইসলাম, আব্দু রহিম, কামরুল ইসলাম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মামুন, আনোয়ারুল কাদের লিটন, সামশুল আলমসহ শিক্ষক শিক্ষিকা ও নবগত শিক্ষার্থীবৃন্দ।