ফ্রিজের বাজার এখন ১১-১২ হাজার কোটি টাকা
বিভাগীয় প্রতিবেদক। | মার্চ ২৫, ২০২৫ | ০১:০৩
ছবি: প্রতিবেদক।
দেশীয় কোম্পানিগুলোর দখলে বাজার, বাড়ছে রপ্তানিও
দেশের ফ্রিজের বাজার এখন ১১-১২ হাজার কোটি টাকার সমপরিমাণে পৌঁছেছে। শহর থেকে গ্রাম—সর্বস্তরের মানুষের ঘরে ফ্রিজ পৌঁছে যাওয়ার মূল কারিগর দেশীয় ইলেকট্রনিকস কোম্পানিগুলো। প্রতিবছর দেশে ২৫-৩০ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি হচ্ছে, যা বাজারকে ৫ থেকে ১০ শতাংশ হারে বাড়তে সহায়তা করছে।
যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর মনিকা ইসলাম জানান, “দেশীয় কোম্পানিগুলোর আধিপত্যে ফ্রিজের বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। গুণগত মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করায় মানুষের মধ্যে দেশীয় ব্র্যান্ডের প্রতি আস্থা বেড়েছে।”
রপ্তানি বাজারেও সম্ভাবনা
শুধু দেশেই নয়, এখন বিদেশেও তৈরি হচ্ছে বাংলাদেশি ফ্রিজের বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে ফ্রিজ রপ্তানি শুরু করেছে দেশীয় কোম্পানিগুলো।
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রমবর্ধমান বাজার ধরে রাখতে হলে নতুন প্রযুক্তির সংযোজন, শক্তি সাশ্রয়ী ফ্রিজের উৎপাদন এবং গ্রাহকসেবা নিশ্চিত করা জরুরি। আগামী বছরগুলোতে বাজারের পরিধি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
4o