পেকুয়া উপজেলার উপকূলীয় নারী “জান্নাতুল হাফসা” পেলেন ‘Climate Champion Award 2025’

বিভাগীয় প্রতিবেদক। | নভে ১, ২০২৫ | ০৩:১১
ছবি: প্রতিবেদক।

ঢাকা, ১ নভেম্বর ২০২৫:
কক্সবাজার জেলার অন্তরগত পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের উপকূলীয় অঞ্চলের নারী নেত্রী জান্নাতুল হাফসা জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়নে অসাধারণ নেতৃত্বের জন্য পেয়েছেন “Climate Champion Award 2025”

রাজধানীর আলোকী কনভেনশন সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (MJF), সহায়তায় UN Women Bangladesh, “EmPower: Women for Climate Resilient Societies (Phase II)” প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলার ১০ জন তৃণমূল নারী নেত্রীকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা সৈয়দা রিজওয়ানা হাসান, অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন,

“টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজের প্রতিটি প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষিত থাকবে।”

কক্সবাজারের জান্নাতুল হাফসা, উপকূলীয় সমাজ কল্যাণ ফাউন্ডেশন (USKF)-এর সদস্য, উপকূলীয় নারীদের জলবায়ু সহনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নে নেতৃত্বের জন্য এই স্বীকৃতি লাভ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি, UN Women Bangladesh-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও MJF-এর নির্বাহী পরিচালকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি।

the daily star নিউজ থেকে সংগ্রিহিত- https://www.thedailystar.net/news/bangladesh/news/grassroots-women-leading-fight-climate-resilience-4022476

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।