পেকুয়ায় দেড় মাসেও খোঁজ মেলেনি অপহৃত কলেজছাত্রীর

বিভাগীয় প্রতিবেদক। | নভে ৩০, ২০২৫ | ০৮:১১
ছবি: প্রতিবেদক।

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী আরহায়দুর নেছা আরওয়া (১৭)। ফলে উৎকন্ঠায় রয়েছে ওই কলেজ ছাত্রী আরওয়ার পরিবার। এ ঘটনা নিয়ে অপহৃত কলেজছাত্রীর মা নাছিমা আক্তার বাদী হয়ে গত ১০ অক্টোবর পেকুয়া থানায় মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০৭/২৫। অপহৃত কলেজ ছাত্রী উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার গিয়াস উদ্দিন ওরফে ভুট্টুর মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা মো. ফরহাদ (১৮) ও অজ্ঞাতনামা আরও ৩–৪ জন সহযোগী কলেজছাত্রী আরহায়দূর নেছা আরওয়া (১৭) কে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। 

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ,দীর্ঘদিন ধরে ফরহাদ মেয়েটিকে কলেজে উত্যক্ত করত এবং অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি ফরহাদের পরিবারকে জানালে ফরহাদের পরিবার প্রথমে তাকে সতর্ক করলেও পরে আসামি ক্ষিপ্ত হয়ে আরওয়াকে অপহরণের হুমকি দেয়। ঘটনার দিন সকালে আরওয়া কলেজে প্রাইভেট পড়তে বের হলে তাকে অপহরণ করা হয়। পরিবার ঘটনাস্থলে পৌঁছালেও মেয়েকে উদ্ধার করতে পারেনি।

এজাহার সূত্রে আরো জানা যায়, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর সাথে সাথেই ১৮ বছর বয়সী ফরহাদ ও তার অজ্ঞাতনামা ৩–৪ সহযোগী শিক্ষার্থী আরহায়দূর নেছা আরওয়াকে টেনে-হিঁচড়ে একটি সিএনজি অটোরিকশায় তোলে এবং পেকুয়ামুখী সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরিবার সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করলেও অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আরওয়ার সন্ধান মেলেনি।

নাছিমা আক্তারের দাবি, সতর্ক করার পর থেকেই ফরহাদ মেয়েকে অপহরণের হুমকি দিতে থাকে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভিকটিম উদ্ধারের জন্য পৃথক টিমও মাঠে রয়েছে।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।