বিশ্ব নদী দিবস উপলক্ষে চকরিয়ায় নদীর তীরে মানববন্ধন
বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ২৯, ২০২৫ | ০৮:০৯
ছবি: প্রতিবেদক।
পেকুয়া নিউজ ডেস্ক :
“আমাদের নদী আমাদের অস্তিত্ব” স্লোগানে বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর তীরে মানববন্ধন ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ব্রীজ সংলগ্ন মাতামুহুরী
নদীর তীরে এ কর্মসূচি আয়োজন করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া। এতে সহযোগী সংগঠন হিসেবে কর্মসূচিতে একাত্মত প্রকাশ করেছেনওয়াটারকিপার্স বাংলাদেশ, এনজিও সংস্থা কর্মনীড় ও চকরিয়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক একেএম বেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ বাবুল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মােঃ আরিফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক নারী চেয়ারম্যান হেলেনা তাহেরা, চকরিয়া এডভোকেট এস্যোসিয়েশনের সদস্য আইনজীবী আসাদুজ্জামান জিসান, চকরিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি সদস্য জিয়াবুল হক, চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের ম্যানেজার মুবিনুল হক, চকরিয়া উপজেলা কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আশরাফ আলী, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম, চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের আবদুল হাকিম।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাংবাদিক জহিরুল আলম সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশকর্মী ইসফাতুল হাসান ইশফাত ।
মানববন্ধনে বক্তারা বলেছেন, চকরিয়া উপজেলার বুকচিড়ে প্রবাহিত প্রমক্তা মাতামুহুরী নদী এখন চরম নাব্যতা সংকটে পড়েছে।
পার্বত্য আলীকদম উপজেলার পাহাড়ি জনপদ থেকে উৎপত্তি হওয়া দৈর্ঘ্য ২৮৭ কিলোমিটার আয়তনের মাতামুহুরী নদী একসময় চকরিয়া উপজেলা, লামা আলীকদম উপজেলার হাজারো মানুষের জীবন জীবিকার জন্য আশীর্বাদ হলেও এখন অ়ভিশাপে পরিণত হচ্ছে।
মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতিবছর নদীর তীরের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভাঙ্গন তান্ডব চলছে। ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ মাদরাসা, কবরস্থান শ্মশানসহ বিভিন্ন স্থাপনা। এতে মানুষ ক্ষতির শিকার হচ্ছেন।
এ অবস্থায় মাতামুহুরী নদী শাসন সংরক্ষণে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। সেইজন্য প্রশাসনের কঠোর ভুমিকা পালনের দাবি জানিয়েছেন বক্তারা। পাশাপাশি নদীর দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে সবধরনের ময়লা আর্বজনা না ফেলার জন্য তীর জনপদে বসবাসরত জনগণের কাছে আহবান বক্তারা।
একইভাবে মাতামুহুরী সহ দেশের সব নদী রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি জানিয়ে বক্তারা নদীগুলো উন্মুক্ত রাখার জন্য যার যার অবস্থান থেকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। ##