পেকুয়ায় সার্বজনীন দুর্গোৎসব পরিদর্শন করেছেন জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ফারুক

বিভাগীয় প্রতিবেদক। | অক্টো ২, ২০২৫ | ১১:১০
ছবি: প্রতিবেদক।

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গাপূজার বিভিন্ন দুর্গোৎসব পরিদর্শন করেছেন চকরিয়া-পেকুয়া আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত সংসদ সদস্য আবদুল্লাহ আল ফারুক।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আয়োজিত দুর্গোৎসব পরিদর্শন দিয়ে শুরু করেন কার্যক্রম।

এ সময় তিঁনি বলেন, চকরিয়া-পেকুয়া সাম্প্রদায়িক সম্প্রীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ জামায়াত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল। আমরা সকল মানুষকে মর্যাদার চোখে দেখি। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে দলমত ও সব বর্ণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ইমতিয়াজ আহমেদ ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।